Skip to main content

Application Form for Trademark



টিএম- ফরম
  ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন
[বিধি ১০(), ১৩(), ২৯() এবং ৫৬() দ্রষ্টব্য]


যে মার্ক নিবন্ধনের আবেদন করা হইয়াছে (সংশ্লিষ্ট বক্সে টিক চিহ্ন দিন)
    ট্রেডমার্ক (পণ্য)                                                    সার্টিফিকেশন মার্ক
   

 
    ট্রেডমার্ক (সেবা)                             
    প্রতিরক্ষামূলক মার্ক                                                  সমষ্টিগত মার্ক                                                                                            

দ্রষ্টব্যঃ সার্টিফিকেশন মার্ক অথবা সমষ্টিগত মার্কের ক্ষেত্রে মার্কের ব্যবহার সম্পর্কিত প্রবিধানের কপি টিএম-৮ ফরমে সংযুক্ত করিতে হইবে এবং প্রতিরক্ষামূলক মার্কের ক্ষেত্রে হলফনামামূলে প্রত্যয়ন করিয়া আবেদনের সপক্ষে যুক্তি সম্বলিত একটি বিবৃতি সংযুক্ত করিতে হইবে।
মার্কের প্রতিরূপঃ

(মার্কের প্রতিরূপ .৬২সেঃ মিঃ ´.৬২সেঃ মিঃ (´”) এর বেশী হইবে না  বা  .৫৪ সেঃ মিঃ ´.৫৪ সেঃ মিঃ (´”) এর কম হইবে না)

মার্কের বর্ণনা ঃ
       (আবেদনকারী যে মার্কটি নিবন্ধনের জন্য আবেদন করিয়াছেন তাহার সুস্পষ্ট বর্ণনা দিতে হইবে)
দ্রষ্টব্যঃ () রক্ষিত স্থান অপর্যাপ্ত হইলে আলাদা A4 সাইজ কাগজে মার্কের প্রতিরূপ তৈরী করিয়া ফরমের সহিত শক্তভাবে আঁটিয়া দিতে হইবে।
() পরম্পরাক্রমে বিন্যস্ত ট্রেডমার্কের জন্য আবেদন করা হইলে প্রতিটি মার্কের প্রতিরূপ দাখিল করিতে হইবে।
() মার্কের প্রতিরূপ স্পষ্ট, টেকসই এবং ফটোকপি প্রক্রিয়ায় পুনরুৎপাদনের উপযোগী হইতে হইবে।
() ট্রেডমার্কটি রঙ্গিন হইলে এবং ঐ রং-এর মধ্যে সীমিত রাখিতে হইলে বক্সে টিক দিন  
() মার্কটিতে ইংরাজি বা বাংলা ব্যতীত অন্য শব্দ বা অক্ষর থাকিলে উল্লেখ করুন
ভাষা
 
মার্কটির প্রতিবর্ণীকরণ




প্রতিবর্ণীকরণ
 
মার্কটির অনুবাদ
 
 

  শ্রেণি (একটি মাত্র শ্রেণির পণ্য বা সেবা)                                                                           
   
পণ্য/সেবার ধরন অনুসারে পণ্য/সেবার তালিকা। বস্ত্র পণ্য/ টুকরা পণ্য হইলে পণ্যের বর্ণনার পর পঞ্চম তফসিলে বর্ণিতমতে বস্ত্র পণ্যের নম্বর উল্লেখ করিতে হইবে (অপ্রয়োজনীয়টি কাটিয়া দিন)
() .........................................................
() .........................................................
() .........................................................
(দ্রষ্টব্যঃ পণ্য বা সেবা একাধিক আন্তর্জাতিক শ্রেণিভুক্ত হইলে পৃথক আবেদন করিতে হইবে। পণ্য বা সেবার তালিকার জন্য প্রয়োজন হইলে পৃথক সীট ব্যবহার করুন)

নিবন্ধন কোন শর্ত, দাবী ত্যাগ, সহযোগী মার্ক বা অন্য কোন বিধি-নিষেধ সাপেক্ষ হইলে তাহা নিচে উলেলখ করুন। মার্কটিতে ইংরাজি বা বাংলা ভিন্ন অন্য বর্ণ বা শব্দ বা শব্দ গুচ্ছ থাকিলে বা অনুরূপ বর্ণ বা শব্দ গঠিত হইলে অথবা ইংরাজি বা বাংলা ভাষা ব্যতীত অন্য ভাষা থাকিলে বা ভাষা সমন্বয়ে গঠিত হইলে ক্ষেত্রমত সত্যায়িত প্রতিবর্ণীকরণ এবং অনুবাদ দাখিল করিতে হইবেঃ
.........................................................................................................
.........................................................................................................
...................................................................................................
() আবেদনকারীর নামঃ.......................................................................................
            জাতীয়তা  ..............................................................................................
            ফার্মের নামঃ..............................................................................................
            ঠিকানা    ..............................................................................................
            ফোন নং....................................... মোবাইল নং...................................... -মেইল.............................
()  আবেদনকারী কোন আইনগত প্রতিষ্ঠান হইলে-
প্রতিষ্ঠানের  নামঃ ....................................................................................
ঠিকানা          .....................................................................................
ফোন নম্বর      ......................................................................................
-মেইল        .....................................................................................
প্রতিষ্ঠানের ধরন এবং ইহা যে আইনের অধীন প্রতিষ্ঠিত উহার বিবরণ ............................................................
..............................................................................................................................................

আমদানীকারক
 
  প্রস্ত্ততকারক 
 
সেবাদানকারী
 
() আমি/আমরা পূর্বোক্ত পণ্য/সেবার                                                                     
  ( প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন)

হ্যাঁ 

 
না
  
 
() আমদানীকারকের ক্ষেত্রেঃ মার্কটির মালিকানা বিদেশী উৎপাদনকারী/রপ্তানীকারক এর কিনা            /    / 
উত্তর হ্যাঁ হইলে-
না
 
হ্যাঁ 
 
() আপনি প্রস্ত্ততকারীর সমুদয় উৎপাদন  ক্রয় করেন কিনা               /        
না 
 
হ্যাঁ 
 
() প্রস্ত্ততকারীর  মার্ক ব্যবহারের জন্য আপনার নিকট অনুমতি পত্র আছে কিনা                   /
() পণ্য/সেবার শ্রেণি ..........................................................   
হ্যাঁ 

 
না 
 
() পূর্ববর্তী আবেদনের সকল পণ্য/সেবা বর্তমান আবেদনে অন্তর্ভুক্ত আছে কিনা                /     
(উত্তর হ্যাঁ হইলে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করুন)
ট্রেডমার্ক প্রতিনিধি বা আইনজীবীর পূর্ণ নাম ও ঠিকানা, যদি থাকেঃ
.........................................................................................................
.........................................................................................................
.........................................................................................................
ট্রেডমার্ক প্রতিনিধির নিবন্ধন নম্বরঃ..................................................................

১০বাংলাদেশে মার্কটি ব্যবহারের প্রস্তাব করা হইয়াছে কিনাঃ উত্তর না হইলে যে তারিখ হইতে মার্কটি ব্যবহৃত হইতেছে সেই তারিখ উল্লেখ করুন.......................................................................

১১  অগ্রাধিকার তারিখ দাবির ক্ষেত্রে-
() পূর্ববর্তী আবেদনের তারিখঃ.....................................................
() যে দেশে আবেদন করা হইয়াছেঃ................................................
() পূর্বের আবেদনের সকল পণ্য/সেবা এই আবেদনে অন্তর্ভুক্ত হয়েছে কি না ?
() অগ্রাধিকার দাবির সপক্ষে প্রয়োজনীয় দলিল দাখিল করিতে হইবে।

১২আমি/আমরা এই মর্মে ঘোষণা করিতেছি যে, নিবন্ধনের জন্য আবেদনকৃত মার্কটির প্রকৃত স্বত্বাধিকারী এবং মার্কটি বাংলাদেশে ব্যবহার হয় নাই। আবেদনটি সরল বিশ্বাসে করা হইয়াছে এবং আমি/আমরা স্বত্বাধিকারী হিসাবে নিবন্ধিত হইবার ক্ষেত্রে কোন বাঁধা নাই।

             আমার জ্ঞান ও বিশ্বাসমতে উপর্যুক্ত তথ্য সত্য ও সঠিক।


                                                                                                    


---------------------------
                      স্বাক্ষর ও তারিখ
নামঃ
পদবীঃ
                                                                               






বরাবর
রেজিস্ট্রার
পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর
শিল্প মন্ত্রণালয়, শিল্প ভবন
ঢাকা।







বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Popular posts from this blog

Request for Bank Solvency Certificate

Date:   xx /xx/xxxx   To,                                                                                                                               Senior Vice President,                                                                                 XXXX Bank Ltd. Uttara Branch, Plot No – 103, Dhaka Mymensingh Road, Sector No – 07, Uttara C/A, Dhaka – 1230 Bangladesh. Sub: Request for Bank Solvency Certificate. Dear Sir, We have the pleasure to inform you that we need a bank solvency certificate in favor of our company XXXX  Ltd. Current Account no  00000000000 of National Bank Limited Uttara Branch, Uttara Dhaka. We would, therefore, request you kindly to provide us with the “Bank Solvency Certificate” as requested above, at your earliest convenience. Thank you in advance for your prompt assistance. Yours faithfully. Authorized Signature

Loan Deed Agreement between two parties in Bangla

wem&wgjøvwni&ivn&gvwbiivwng| Òavi / FY MÖn‡Yi m¤§wZcÎ ev Pzw³cÎÓ ‡gmvm© kkkkk wjwg‡UW, বি,জি,এম,ই,এ সদস্য t (00000), nvjmvs- 1,`viæm mvjvg †ivW, wgicyi-1, XvKv, evsjv‡`k Gi c‡ÿ g¨v‡bwRs wW‡i±i - †gvt mmmmmmmm, RvZxq cwiPqcÎ bs-00000000000000, wcZv- mmmmmmm mmmmmmmm mmmmmm, gvZv- bbbb, Rb¥ ZvwiL- 03/01/1969Bs †ckv- e¨emv, ag©- Bmjvg, RvZxqZv - evsjv‡`kx| ----------------1g cÿ / aviev FY MÖnxZv| ‡gmvm© gmmmm d¨vkvb G›UvicÖvBR wjwg‡UW Gi c‡ÿ g¨v‡bwRs wW‡i±i Rbve bbbbbb nvmvb, RvZxq cwiPq cÎ bs- 0000000000000,wcZv- giûg mmmmmm, gvZv-mmmmmm, mvs- evwobs -00, †ivWbs -00, †m±i-06,DËiv g‡Wj UvDb, XvKv, evsjv‡`k| †ckv- e¨emv, ag© - Bmjvg, RvZxqZv-evsjv‡`kx| -------------------- 2q cÿ / aviev FY `vZv| At cvt `ªt cvZvbs -02 wem&wgjøvwni ivn&gvwbi ivwng| cig KiæYvgq Avjøvn Zvqvjvi bvg ¯§iY Kwiqv avi / FY MÖn‡Yi m¤§wZcÎ ev Pzw³cÎ `wj‡ji eqvb ïiæ Kwijvg| DcwiD³ Pzw³c‡Îi cª_g cvZvi eY©bv Abyhvqx avi/FY MÖnxZv 1g cÿ Ges avi/FY `vZv 2q cÿ wnm

C&F CERTIFICATE

TO WHOM IT MAY CONCERN THIS IS TO CERTIFY THAT EXP NO.0000-00000-00 DT.00.00.0000 IN RESPECT OF SHIPMENT TO BE MADE BY xxx FASHION WEAR LTD, HOUSE NO.xx, WARD NO-xx, NARAYANGANJ, BANGLADESH . HAS BEEN STAMPED TO THE EFFECTED THAT THE DOCUMENTS IN RESPECT OF THE SHIPMENT UNDER THIS EXP SHALL BE NEGOTIATED OR ACCEPTED ONLY WHEN IS DRAWN ON CNF BASIS.